প্রধানমন্ত্রী মোদীকে ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার’ সম্মান প্রদান করলো গ্রিস
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ব্রিকস সম্মেলন (BRICS Summit) যোগ দিতে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন মোদী। সেখান থেকে গ্রিস (Greece) সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুক্রবার গ্রিসের রাষ্ট্রপতি ক্যাটেরিনা এন. সাকেলারোপৌলুর (Katerina N. Sakellaropoulou) সঙ্গে সাক্ষাৎ করেন মোদী।
ভারতের প্রধানমন্ত্রীকে গ্রিসের অন্যতম সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার (Grand Cross of the Order of Honour) প্রদান করলেন গ্রিসের রাষ্ট্রপতি।
এই সম্মান পেয়ে নরেন্দ্র মোদী টুইটে লিখেছেন, “আমাকে গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার দেওয়ার জন্য আমি রাষ্ট্রপতি ক্যাটেরিনা এন. সাকেলারোপৌলু, গ্রিসের সরকার ও মানুষকে ধন্যবাদ জানাই। এটা ভারতের প্রতি গ্রিসের মানুষের শ্রদ্ধার পরিচয় দেয়।”