চলন্ত ট্রেনে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত রবিউল শেখ
মালদহ: চলন্ত ট্রেনে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল নিউ ফরাক্কা জিআরপি। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে মালদহ আনন্দ বিহার ডাউন এক্সপ্রেস ট্রেনে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রবিউল শেখ। ৩০ বছর বয়সী রবিউল মালদহের কালিয়াচকের খালতিপুরের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ হেনস্থার শিকার হওয়া ওই ছাত্রী মালদহ স্টেশন থেকে বিহারের ভাগলপুর যাওয়ার জন্য আনন্দ বিহার ডাউন এক্সপ্রেস ট্রেনের অসংরক্ষিত কামরায় ওঠে। ট্রেনটি মালদহ স্টেশন ছেড়ে খালতিপুর ঢোকার আগে সে ট্রেনের বাথরুমে যায়। বাথরুম থেকে বেরোনোর সময় ট্রেনের কামরায় রবিউল আচমকা জবরদস্তি তাঁর মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে।
বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর উপর চড়াও হয়, চলে অবাধে মারধর। মাথায় ও মুখে গুরুতর আঘাত লাগে যৌন হেনস্থার শিকার হওয়া ওই ছাত্রীর। তাঁর চিৎকারে ট্রেনের অন্যান্য যাত্রীরা ছুটে আসেন। বাথরুম থেকে অচৈতন্য অবস্থায় ছাত্রীকে উদ্ধার করেন তাঁরা। এরপরই অভিযুক্ত যুবককে আটক করে চলতে থাকে গনপ্রহার। খবর দেওয়া হয় নিউ ফরাক্কা জিআরপিকে। এরপর অভিযুক্ত রবিউল শেখকে গ্রেপ্তার করে পুলিশ।