রাজীব কুমারকে জেরার মধ্যেই কবিতায় মোদী সরকারকে আক্রমণ মমতার
কলকাতা: টানা তিন দিন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের শিলংয়ে জেরা করছে সিবিআই। আজ, মঙ্গলবারও ফের জেরা করা হবে। রাজীব কুমারকে জেরা করা নিয়ে উত্তপ্ত থেকেছে রাজ্য রাজনীতি। সদ্যই ধর্না শেষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে আবার দিল্লিতে ধর্না কর্মসূচির ঘোষণা দিয়েছেন তিনি। এসবের মধ্যেই কলম ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর কবিতার নাম,- ‘চাবি’। কবিতার প্রথম চার লাইনেই তুলেছেন তার প্রশ্ন—
সবার মুখে চাবি দেবে?
সবার ভাষা স্পষ্ট করবে?
গণতন্ত্রের হৃদয় জব্দ করবে?
গণজনে কুঠারাঘাত?
কবিতায় মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, গণতন্ত্রের উপর কুঠারাঘাত হানা হচ্ছে। কিন্তু ‘সুতীক্ষ্ণ তরবারি’ হাতে যে যতই ঘুরে বেড়াক সে গণতন্ত্রের তীরে পৌঁছতে পারবে না!
কবিতা শেষ করেছেন এই ভাবে—
ভাঙবে যখন তোমাদের ঔদ্ধত্যের আড়মোড়া
অপেক্ষা করো
উত্তাল ঢেউ অহংকে
ডুবিয়ে দেবেই দেবে।
উল্লেখ্য, সম্প্রতি বইমেলার উদ্বোধন অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, ক্যাজুয়ালি অনেক কিছুই লিখে ফেলতে পারেন,-গল্প, প্রবন্ধ এবং কবিতাও। এখনও পর্যন্ত ৮৭ টি বই প্রকাশ হয়েছে তাঁর। এ বছরই আরও ১৩ টি লিখে ফেলে সেঞ্চুরি করবেন।