Saturday, July 27, 2024
রাজ্য​

ক্ষমতায় এলে নোট বাতিলের পূর্ণাঙ্গ তদন্ত করা হবে, ইস্তেহারে প্রতিশ্রুতি মমতার

কলকাতা: বিরোধী জোট ক্ষমতায় এলে জিএসটি এবং নোট বাতিলের সিদ্ধান্ত পর্যালোচনার জন্য ফের তৈরি করা হবে যোজনা কমিশন। বুধবার লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ করতে গিয়ে এই কথা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপি-বিরোধী জোটের অন্যতম প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি পদের জন্য লড়ছেন না। তিনি লড়ছেন এই দেশের মানুষের মন থেকে ‘ভয়’ দূর করার জন্য।

মুখ্যমন্ত্রী আরও জানান, ক্ষমতায় এলে ১০০ দিনের কাজকে বাড়িয়ে ২০০ দিনের করা হবে এবং এই কাজের জন্য দেয় অর্থের পরিমাণও করা হবে দ্বিগুণ।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, কেন নোটবাতিল করা হয়েছিল? আমরা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিকে দিয়ে এর তদন্ত করাতে চাই। আমরা যোজনা কমিশনকেও ফিরিয়ে আনব, যাতে, গণতান্ত্রিক কাঠামোকে আরও মজবুত করে তোলা যায়। মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় অর্থনীতিকে ‘ধ্বংস’ করে দিয়েছে জিএসটি ও নোটবাতিলের সিদ্ধান্ত।