Sunday, March 16, 2025
দেশ

দল চাইলে নির্বাচনে লড়তে আপত্তি নেই: প্রিয়াঙ্কা গান্ধী বঢরা

লখনউ: যদি দল চায়, তবে তিনি আসন্ন লোকসভা নির্বাচনে লড়বেন বলে জানালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। যদিও এই বিষয়টি নিয়ে এখনও কোনও সিদ্ধান্তগ্রহণ করা হয়নি বলেও জানান তিনি।

বুধবার তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড়াতে ইচ্ছুক কি না। জবাবে তিনি  বলেন, কেন নয়? প্রিয়াঙ্কা বলেন, আমার দল যদি চায় যে আমি এই লোকসভা নির্বাচনে লড়াই করি, তবে আমি নিশ্চিতভাবে লড়াই করব।

উত্তরপ্রদেশে তাঁর দাদা রাহুল গান্ধীর লোকসভা কেন্দ্র আমেঠিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন প্রিয়াঙ্কা। বুধবার বিকালেই আমেঠিতে আসেন তিনি। বৃহস্পতিবার তিনি যাবেন তাঁর মা সোনিয়া গান্ধীর লোকসভা কেন্দ্র রায়বরেলিতে।