Friday, March 21, 2025
আন্তর্জাতিক

এক মাসে ৭, পাকিস্তানে ফের অপহরণ করে ধর্মান্তরিত হিন্দু কিশোরী

ইসলামাবাদ: দুই হিন্দু কিশোরীকে অপহরণ ও জোর করে ধর্মান্তরিত করে বিয়ে দেওয়া নিয়ে ইতোমধ্যেই কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে। এই ঘটনার কয়েকদিনের মধ্যেই ফের আরও এক হিন্দু কিশোরীকে অপহরণের ঘটনা ঘটল। গত সোমবার রাতে সিন্ধুপ্রদেশ থেকে অপহরণ করা হয় ওই হিন্দু কিশোরীকে।

এই নিয়ে গত এক মাসে ৭ জন হিন্দু কিশোরীকে জোর করে অপহরণ করে ধর্মান্তরিত করার ঘটনা ঘটল। এই একই সময়ে ২ জন হিন্দুর মৃত্যুও হয়েছে।

জানা গেছে, সোমবার অপহৃত কন্যার নাম মালা কুমারী মেঘওয়ার। সিন্ধুর বাদিন জেলায় নিজের বাড়ি থেকে অপহরণ করা হয়েছে ১৬ বছর বয়সী ওই কিশোরীকে।

এক পাকিস্তানি হিন্দু জানিয়েছেন, এ ঘটনার এফআইআর নিতেও অস্বীকার করেছে স্থানীয় পুলিশ। সূত্রের দাবি, পরে সিন্ধুর সংখ্যালঘু মন্ত্রী হরি রাম কিশোরী লাল সোমবার রাতের অপহরণের ঘটনায় পুলিশকে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন।