Tuesday, May 14, 2024
কলকাতা

‘টিভিতে চন্দ্রযানের ল্যান্ডিংটা দেখতেই পেলাম না, একজনের মুখ ভেসে উঠল’, বিস্ফোরক মমতা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইতিহাস গড়ে চাঁদের মাটিতে অবতরণ করেছে ভারতের চন্দ্রযান ৩। ভারতের এই সাফল্যে উচ্ছ্বসিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে চন্দ্রযান ৩ মমতা বলেন, ‘ইসরোর চন্দ্রযান মিশনে বাংলা থেকে ২৮ জন যুক্ত ছিলেন। তাঁরা সময় দিলে তাঁদের কলকাতার রাজপথে সংর্বধনা দেব। এটা গোটা দেশের সম্মান।’

পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘ল্যান্ডিংটা দেখতে পেলাম না, তখন একজনের ছবি ভেসে উঠলো। তাঁর ভাষণ শুরু হলো। আমি টেলিভিশনের সামনে বসে ছিলাম। ল্যান্ডিংটা ঠিক মতো দেখতেই পেলাম না। ফলে টিভি বন্ধ করে দিই।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এর আগে ইন্দিরা গান্ধী চাঁদে মানুষ পাঠিয়েছিলেন। আমি তখন ছোট ছিলাম। আমার মনে আছে কাগজ পড়তাম তখন। ভারতের বিজ্ঞানীরা খুব ভালো কাজ করে চলেছেন।’

(Featured Image: ETV Bharat)