Monday, April 29, 2024
রাজ্য​

দত্তপুকুর বিস্ফোরণ কান্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯, ‘আমার ভাই তৃণমূল করতো’, বললেন ধৃত শফিকের দাদা বাবলু ইসলাম

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রবিবার দত্তপুকুরে অবৈধ ‘বাজি’ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯। সোমবার বিস্ফোরণস্থলের পিছনের একটি পুকুর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। মৃত ওই ব্যক্তির মাথা ফাটা, কোমরের থেকে পা নেই। 

এদিকে, রবিবার গভীর রাতে নীলগঞ্জ এলাকা থেকে শফিক আলি ওরফে সফিকুল ইসলামকে গ্রেফতার করেছে। কেরামত আলির সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করতেন শফিক। 

শফিকের স্ত্রী সাহানারা বিবি বলেন, ‘আমার স্বামীকে গ্রেফতার করাটা পুরোটাই চক্রান্ত। আমার স্বামী এই ধরনের ঘটনায় জড়িত নয়। পাড়ার লোক হিসেবে কেরামতের সঙ্গে আমার স্বামীর কথাবার্তা হতো। রবিবার বিকালে আমার স্বামীকে একজন ফোন করে। স্বামী বাড়ি থেকে কিছুটা দূরে গেলেই তাকে গ্রেফতার করে।’

শফিকের দাদা বাবলু ইসলামের দাবি, ‘আমার ভাই তৃণমূল করতো। তৃণমূলের সঙ্গে যোগাযোগ ছিল। এই ঘটনায় ভাইয়ের কোনও সম্পর্ক নেই। ভাইকে ফাঁসানো হচ্ছে।’