Thursday, March 28, 2024
দেশ

মগধ মহিলা কলেজে ছাত্রীদের জিন্স প‌্যান্ট পরার উপর নিষেধাজ্ঞা জারি হল

মগধ: ছাত্রীরা কলেজে জিন্স প‌্যান্ট কিংবা পাটিয়ালা পোশাক পরিধান পরে আসতে পারবে না। এমনকি ক্লাসে মোবাইল ফোনও ব্যবহার করতে পারবে না। বিহারের রাজধানী পাটনার মগধ মহিলা কলেজ কর্তৃপক্ষ সম্প্রতি এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, আগামী বছর জানুয়ারি মাস থেকে মগধ মহিলা কলেজে কার্যকর হবে এই পোশাকবিধি।

নিষেধাজ্ঞার সপক্ষে যুক্তি তুলে ধরে কলেজের প্রিন্সিপাল শশী শর্মা বলেন, ‘কলেজের ছাত্রীরাই পোশাকবিধি চালু করার জন্য আবেদন জানিয়েছে। কারণ তাদের মনে হয়েছে পোশাকবিধি চালু না করলে ছাত্রীদের মধ্যে বৈসাদৃশ্য করা হচ্ছে। আর মুসলিম মেয়েরা তো জিন্স পরে না, তাই তারা এই নিয়ে আপত্তিও জানায়নি। আর হিন্দু মেয়েরা যে সমস্ত পোশাক পরে কলেজে আসে তা অত্যন্ত খারাপ।’

কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে শশী শর্মা আরো বলেন ‘’আমাদের কলেজ আধুনিক কলেজগুলির মতো নয়, যেখানে এই সমস্ত কাজ মেনে নেওয়া হয়। আমরা ভারতীয় সংস্কৃতিকে অনুসরণ করতেই পছন্দ করি। দীর্ঘ ৫০ বছরের চেষ্টায় কলেজ এই জায়গায় এসেছে।’’

এরপরই কলেজ ক্যাম্পাসে ফোন ব্যবহার করা নিয়ে তিনি বলেন, ‘‘কলেজে মোবাইল ব্যবহার করার জন্য আলাদা জায়গা রয়েছে। ছাত্রীরা সেখানে মোবাইল ব্যবহার করতেই পারে। কিন্তু কখনই ক্লাসরুমে নয়।’’