জ্যোতিপ্রিয়-র জামাকাপড় খুলে নেওয়ার হুমকি দিলেন দিলীপ ঘোষ
কলকাতা: তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে রোজই কোনও না কোনওভাবে বিজেপি নেতাদের নাম জড়াচ্ছে। আর এর ভিত্তিতে বিজেপি নেতাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গেই মঙ্গলবার মুখ খোলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ববি হাকিম, জ্যোতিপ্রিয়দের নাম নিয়ে রাীতিমতো হুঙ্কার দেন তিনি।
দিলীপ ঘোষ বলেন, সত্যজিৎ বিশ্বাসের মতো যুব নেতাকে হারিয়ে তৃণমূল কংগ্রেসের ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে না। কারণ, এই ঘটনায় কোনও প্রমাণ ছাড়াই বিজেপি- নেতা-কর্মীদের ফাঁসানোর চেষ্টা চলছে তাতে তা ই প্রমাণিত হয়। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্দেশে দিলীপ ঘোষ বলেন, জ্যোতিপ্রিয়র মন্ত্রিত্ব গুটিয়ে নেওয়া হবে, জামাকাপড় খুলে নেওয়া হবে।
হুমকির সুরেই দিলীপবাবু বলেছেন, কোনও বিজেপি কর্মীর গায়ে হাত পড়ে, শুধু নদিয়া বা উত্তর ২৪ পরগণাই নয়, সারা বাংলায় আগুন জ্বালাবে বিজেপি। দিলীপবাবু বলেন, জ্যোতিপ্রিয় মল্লিক কত বড় মন্ত্রী হয়েছে? তার গাড়িটা আগে রাস্তায় আটকাব। তাকে জলও খেতে দেব না। আগে মন্ত্রীর বাড়িতেই আগুন লাগবে। সাবধান করে দিচ্ছি সহ্যের একটা সীমা আছে।
তবে থেমে থাকেননি মন্ত্রী জ্যোতিপ্রিয়ও। দিলীপ ঘোষকে অশিক্ষিত, বর্বর, মুর্খ বলে আখ্যা দিয়েছেন তিনি।