Saturday, July 27, 2024
বিনোদন

১১ এপ্রিল মুক্তি পাচ্ছে মোদীর বায়োপিক

নয়াদিল্লি: ১১ এপ্রিল, দেশে প্রথম দফার নির্বাচনের দিনই মুক্তি পাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনীভিত্তিক সিনেমা ‘পিএম নরেন্দ্র মোদী’। শুক্রবার টুইট করে জানিয়েছেন এই ছবির নির্দেশক ওমাং কুমার।

শুক্রবার, ৫ এপ্রিল ‘পিএম নরেন্দ্র মোদী’র রিলিজ করার কথা থাকলেও, সেন্সর বোর্ডের ছাড়পত্র না-পাওয়ায়, বায়োপিক রিলিজের দিন পরিবর্তন করতে হয়। টুইটে ওমাং কুমার তাঁকে সমর্থন করার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানান।

লোকসভা নির্বাচনের সময় মোদীর বায়োপিক মুক্তি পেলে তা আদর্শ আচরণ বিধি লঙ্ঘন হবে বলে অভিযোগ ওঠে। নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় বিরোধীরা। নালিশ করেন নির্বাচন কমিশনেও।

সেন্সর বোর্ডের ছাড়পত্র থাকায় সুপ্রিম কোর্ট ছবির মুক্তিতে স্থগিতাদেশের আর্জি খারিজ করেন। তবে নির্বাচনী বিধি লঙ্ঘন হচ্ছে কিনা, তা নিয়ে নির্বাচন কমিশনও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। শেষ মুহূর্তে নির্বাচন কমিশন আপত্তি না জানালে, ১১ এপ্রিল প্রথম দফার নির্বাচনের দিনই মুক্তি পাবে ‘পিএম নরেন্দ্র মোদী’।