Sunday, May 19, 2024
আন্তর্জাতিক

হামাসের ঘাঁটি গাজাকে সম্পূর্ণ জঙ্গি মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ ইসরায়েল, খতম ১৫০ জঙ্গি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: জঙ্গি সংগঠন হামাসের ঘাঁটি গাজাকে সম্পূর্ণ জঙ্গি মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ ইসরায়েল (Israel)। সেই লক্ষ্যে গাজার উপর লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (IDF)। হামাস ঘাঁটি থেকে শুরু করে, শরণার্থী শিবির, হাসপাতালে বোমাবর্ষণ কিছুই বাদ যাচ্ছে না। 

হামাস জঙ্গি গোষ্ঠীর সামরিক ফাঁড়ি ‘বদর’ ধ্বংস করে দিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (IDF)। পাশাপাশি কয়েকজন জঙ্গিকেও খতম করার কথা জানিয়েছে এইডিএফ। হামাস এবং ইসরায়েলের যুদ্ধে এখনও পর্যন্ত মোট ১৫০ জন হামাস জঙ্গিকে খতম করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল সেনা।

যুদ্ধের পরে গাজার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল সরকার। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র সাফ জানিয়েছে, গাজা দখলের কোনওরকম চেষ্টা যেন না করে ইসরায়েল। গাজা এবং ওয়েস্ট ব্যাঙ্ক দুটিই প্যালেস্তাইনের শাসনে থাকবে।

উল্লেখ্য, ইসরায়েলের হামলায় গাজায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩২৮ জন। মৃতদের মধ্যে রয়েছে ৪ হাজার ২৩৭টি শিশু ও ২৭১৯ জন মহিলা।