Saturday, July 27, 2024
খেলা

ওয়ানডেতে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড কোহলির

বিশাখাপত্তনম: এবার সবাইকে ছাড়িয়ে গেলেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ৮১ রানের ইনিংস খেলেই ওয়ানডেতে ১০ হাজার রানে পৌঁছলেন কোহলি। ইনিংস শেষে ১৫৭ রানে অপরাজিত ছিলেন তিনি। যে মাইলস্টোনে পা রাখতে সচিন নিয়েছিলেন ২৫৯টি ইনিংস। সেই একই মাইলস্টোনে পৌঁছতে বিরাট কোহলি নিলেন মাত্র ২০৫ ইনিংস। সচিনের থেকে ৫৪ ইনিংস কম খেলেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করে ফেললেন কোহলি।

ওয়ানডেতে প্রথম ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন সচিন টেন্ডুলকার। ইন্দোরে ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে সেই কীর্তি গড়েছিলেন। সেটি ছিল তাঁর ক্যারিয়ারের ২৬৬তম ম্যাচ ও ২৫৯তম ইনিংস। এরপর আরও ১১জন কিংবদন্তি ব্যাটসম্যান ছুঁয়েছেন এই মাইলফলক।

২০০১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ১৭ বছর দ্রততম ১০ হাজার রানের মালিক ছিলেন সচিন টেন্ডুলকার। এবার সচিনের থেকে ৫৪ ইনিংস কম খেলেই সেই জায়গায় নিজের নাম লেখালেন বিরাট কোহলি । বিরাটের আগে ১০ হাজারের মাইলস্টোনে পৌঁছেছেন যারা-

সচিন টেন্ডুলকার (২৫৯ ইনিংস) সাল-২০০১

সৌরভ গঙ্গোপাধ্যায় (২৬৩ ইনিংস) সাল- ২০০৫

রিকি পন্টিং (২৬৬ ইনিংস) সাল- ২০০৭

জ্যাক ক্যালিস (২৭২ ইনিংস) সাল- ২০০৯

মহেন্দ্র সিং ধোনি (২৭৩ ইনিংস) সাল- ২০১৮

ব্রায়ান লারা (২৭৮ ইনিংস) সাল- ২০০৬

রাহুল দ্রাবিড় (২৮৭ ইনিংস) সাল- ২০০৬

তিলকরত্নে দিলশান (২৯৩) সাল- ২০১৫

কুমার সাঙ্গাকারা (২৯৬ ইনিংস) সাল- ২০১২

ইনজামাম উল হক (২৯৯ ইনিংস) সাল- ২০০৪

সানাথ জয়সূর্য (৩২৮ ইনিংস) সাল- ২০০৬

মাহেলা জয়াবর্ধনে (৩৩৩ ইনিংস) সাল- ২০১১