নদিয়ার চাকদহে ১০০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, গ্রেপ্তার যুবক
নদিয়া: মদ্যপ যুবকের বিকৃত যৌন লালসার শিকার হলেন একশো বছরের বৃদ্ধা। নৃশংস এই ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহের চাদুরিয়ার গঙ্গাপ্রসাদপুরে। এই ঘটনায় স্বভাবতই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযুক্ত যুবকের নাম অর্ঘ্য বিশ্বাস(২০)। তাকে গ্রেপ্তার করেছে চাকদহ থানার পুলিশ।
জানা গিয়েছে, একশো বছর বয়সি ওই বৃদ্ধা তাঁর নাতি ও নাত-বউয়ের সঙ্গে থাকতেন। অভিযোগ, গত সোমবার প্রত্যেক দিনের মতো ওই বৃদ্ধাকে রাতের খাবার খাইয়ে শুইয়ে দিয়ে পাশের ঘরে শুতে চলে যান নাতি ও নাত-বউ।
অভিযোগ, মধ্যরাতে এক যুবক লুকিয়ে ওই বৃদ্ধার ঘরে ঢোকে।তারপরেই বৃদ্ধাকে ধর্ষণ করে। ওই বৃদ্ধার আর্ত চিৎকারে ঘুম ভেঙে যায় নাতি ও নাত-বউয়ের। তাঁরা তড়িঘড়ি বৃদ্ধার ঘরে এসে দেখেন বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন বৃদ্ধা। আর বৃদ্ধার খাটের নীচে লুকিয়ে বসে আছে এলাকারই ওই যুবক। স্থানীয়দের সহায়তায় বৃদ্ধাকে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।
বৃদ্ধার পরিবারের তরফে চাকদহ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত যুবক অর্ঘ্য বিশ্বাসকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, পুলিশি জেরায় ধৃত অর্ঘ্য স্বীকার করেছে, মদ খেয়ে নেশার ঝোঁকে বৃদ্ধাকে ধর্ষণ করেছে সে।
প্রসঙ্গত, গত মাসে এমনই বিকৃতকামের আর এক ঘটনা ঘটেছিল বর্ধমানে। খাবার দেওয়ার নাম করে ডেকে সত্তরোর্ধ বৃদ্ধার উপর যৌন নিপীড়ন চালানো হয়েছিল।