‘লোকসভা নির্বাচনে বিজেপি একাই ৩৫০টির বেশি আসনে জিতবে’
নয়াদিল্লি: ২০১৯ সালের লোকসভা নির্বাচন নিয়েই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে লড়াই। শাসক ও বিরোধীপক্ষ উভয়েই নেমে পড়েছেন ময়দানে। শুরু হয়ে গিয়েছে প্রচার-যুদ্ধ। ২০১৯-এ কারা ক্ষমতা দখল করতে পারে, কে কত আসন পেতে পারে, তা নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে। এরই মধ্যে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী বুধবার সকালে টুইটে দাবি করেছেন, লোকসভা নির্বাচনে জিতে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। শুধু তাই নয়, এই জয় আসবে বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে।
সুব্রহ্মণ্যম স্বামী টুইটে লিখেছেন, সপ্তদশ লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি ৩৫০টি আসন একাই জিতবে। তিনি লিখেছেন, ২০১৯ সালে বিজেপি খুব সহজেই জিতবে তা জলের মতো পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ যুব সমাজের মধ্যে জাতীয়তাবাদ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেশ জুড়ে হিন্দুত্ববাদের উত্থানও যে বিজেপির সাফল্যে সহায়ক হবে তাও এদিন বুঝিয়ে দিয়েছেন সুবেহ্মণ্যম স্বামী।
It now seems that 2019 will be an easy majority win for BJP because of our youth voters’ rising nationalist&Hindutva fervour placing that sentiment above the poor economic record so far. Once Ram Temple construction and Bail Gaadi goes to Tihar Vihar, BJP will net 350 LS MPs
— Subramanian Swamy (@Swamy39) 24 October 2018
উল্লেখ্য, ২০১৪ সালে লোকসভা নির্বাচনে একাই ২৮২টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। এনডিএ পেয়েছিল ৩৩৬টি আসন। অর্থাৎ বিজেপি একাই একক সংখ্যাগরিষ্ঠ দল। এর আগে ২০১৯ লোকসভা নির্বাচন নিয়ে এক প্রশ্নের উত্তরে নরেন্দ্র মোদী বলেছিলেন, আমরা আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসব। ২০১৪ সালে যে আসন পেয়েছিলাম, এবার তার থেকেও বেশি আসন পাব।