Monday, June 24, 2024
দেশ

নরেন্দ্র মোদীর মাকে নিয়ে ভুল টুইট, ক্ষমা চাইলেন কিরণ বেদী

গানের তালে তালে নাচছেন এক বৃদ্ধা। বয়সের ভারে ঝুঁকে পড়েছে শরীর। কিন্তু দিওয়ালির উদ্দিপনায় নাচছেন ওই বৃদ্ধা। শুক্রবার সকালে ওই ভিডিও পোস্ট করে কিরণ বেদী লেখেন, ৯৭ বছর বয়সেও দীপাবলির উদ্দিপনা। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা।

ভিডিওটি টুইট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। প্রায় চার হাজারেরও বেশিবার রিটুইট করা হয় ভিডিওটি। কিন্তু এরপরই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয় কিরণ বেদীকে। কারণ ভিডিওতে দেখা যাওয়া ওই বৃদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী নন।

সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে মুখে পড়ার পরই অবশ্য নিজের ভুল স্বীকার করে নেন কিরণ বেদী। নিজের ভুল স্বীকার করে বেদী টুইটে লেখেন, আমি ভুলবশত ওই বৃদ্ধাকে প্রধানমন্ত্রীর মা বলেছিলেন। তবে এই বয়সেও এই মায়ের এমন উৎসাহ, উদ্দিপনাকে কুর্নিশ জানাই। আমি আশা করব, ৯৬ বছর বয়সে আমিও যেন ওনার মতই থাকতে পারি।