Saturday, July 27, 2024
দেশ

কালোবাজারি রুখতে মাস্ক, স্যানিটাইজার, পিপিই কিটের দাম বেঁধে দিল কেরল সরকার

তিরুবনন্তপুরম: মারণ ভাইরাসের জেরে শোচনীয় অবস্থা গোটা দেশে। টানা লকডাউনের জেরে মানুষের হাতে অর্থ কমে গিয়েছে। তাই সৎকারের টাকাও জোগাড় করতে পারছেন না অনেকেই। পাশাপাশি বেড়েছে দালালরাজ। এই পরিস্থিতিতে করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহৃত প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেঁধে দিল কেরল সরকার।

জানা গিয়েছে, মূলত কালোবাজারি রুখতেই এই পদক্ষেপ। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের এ বিষয়ে টুইট করেছেন। ওই টুইটে বলা হয়, করোনা চিকিৎসার জন্য সামগ্রীর দাম প্রয়োজনীয় নিবন্ধ নিয়ন্ত্রণ আইন, ১৯৮৬ অনুযায়ী নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

কেরল সরকারের ধার্য করা দাম নীচে তুলে ধরা হল—

এন ৯৫ মাস্ক – ২২ টাকা
ট্রিপল লেয়ার মাস্ক – ৩.৯৯ টাকা
ফেস শিল্ড – ২১ টাকা
ডিসপোজেবল এপ্রোন – ১২ টাকা
সার্জিকাল গাউন – ৬৫ টাকা
পরিদর্শন গ্লোভস – ৫.৭৫ টাকা
হ্যান্ড স্যানিটাইজার – ১৯২ টাকা (৫০০ মিলি), ৯৮ টাকা (২০০ মিলি), ৫৫ টাকা (১০০ মিলি)
জীবাণুমুক্ত গ্লাভস – ১৫ টাকা (জোড়া)
এনআরবি মাস্ক – ৮০ টাকা
অক্সিজেন মাস্ক – ৫৪ টাকা
হিউমিডিফায়ার – ১৫১৫ টাকা সহ ফ্লো মিটার
পালস অক্সিমিটার – ১৫০০ টাকা

উল্লেখ্য, ১৬ মে পর্যন্ত কেরলে লকডাউন ছিলো। তবে আক্রান্তের সংখ্যা বাড়ায় লকডাউন ২৩ মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছে কেরল সরকার। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, বিশেষজ্ঞদের মতে মে মাসটি কেরলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।