Saturday, July 27, 2024
দেশ

আর টেবিলে নয়, এবার কথা হোক যুদ্ধক্ষেত্রেই: গম্ভীর

নয়াদিল্লি: বৃহস্পতিবার দুপুরে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে হামলা চালায় জইশ-ই-মহম্মদ জঙ্গিরা। আত্মঘাতী এই হামলায় শহিদ হয়ছে কমপক্ষে ৪২ জন জওয়ান। এই ঘটনার তীব্র নিন্দা করলেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। টুইটারে তিনি লেখেন, হ্যাঁ, বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কথা হোক। পাকিস্তানের সঙ্গেও কথা হোক। কিন্তু এইবার আলোচনা টেবিলে নয়। হোক যুদ্ধক্ষেত্রে। যথেষ্ট হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই হামলার নিন্দায় সরব হয়েছেন। গম্ভীরের প্রাক্তন সতীর্থ বীরেন্দ্র সহবাগ, ভিভিএস লক্ষ্মণ, শিখর ধাওয়ানও টুইট করে শোকপ্রকাশ করেছেন।

ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্থানের সন্ত্রাসবাদী গোষ্ঠী জইশ-ই-মহম্মদ। জম্মু থেকে শ্রীনগর গামী একটি বাসের কাছেই ওই গাড়িটির বিস্ফোরণ হয়। বিস্ফোরক বোঝাই ওই গাড়িটি চালাচ্ছিলেন আদিল আহমেদ ওরফে ওয়াকার নামক এক ব্যক্তি।

জঈশের মুখপাত্র মহম্মদ হোসেন জানিয়েছেন, এই বিস্ফোরণে প্রচুর সামরিক যানবাহনও ধ্বংস করে দেওয়া হয়েছে। কাশ্মীর রেঞ্জের আইজি এসপি পানি জানিয়েছেন, বাড়তে পারে মৃতের সংখ্যা।