Thursday, September 19, 2024
দেশ

ফের সার্জিক্যাল স্ট্রাইক? পাকিস্তানকে জবাব দিতে উচ্চ পর্যায়ের বৈঠকে মোদী

নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে ৭ নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রী উপস্থিতিতে জরুরি নিরাপত্তা বৈঠকে ক্যাবিনেট মন্ত্রীরা। তাহলে ফের কী সার্জিক্যাল স্ট্রাইকের তোড়জোড় শুরু করে দিল কেন্দ্র?

আজ, শুক্রবার জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করতে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইকের মতো পাকিস্তানকে ফের একটি জবাব দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে বৈঠকে।

প্রধানমন্ত্রীর সঙ্গে এদিনের বিশেষ বৈঠকে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, অরুণ জেটলি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট সচিব ও বিএসএফের ডিজি।

উল্লেখ্য, পুলওয়ামায় একটি সিআরপিএফ-এর কনভয়ে ঢুকে পড়ে ৩৫০ কেজি বিস্ফোরক বোঝাই একটি গাড়ি। জওয়ানদের একটি গাড়িকে লক্ষ্য করে এগিয়ে এসে সজোরে সেটির সঙ্গে ধাক্কা মারে বিস্ফোরক বোঝাই গাড়িটি ৷ সঙ্গে সঙ্গে তীব্র বিস্ফোরণে ঘটে। বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত ৪২ জন সেনা জওয়ান। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।