Thursday, April 25, 2024
দেশ

কাশ্মীর ভারতের অংশ নয়, আজব প্রশ্নে তোলপাড় পড়শি রাজ্য

পাটনা: কাশ্মীর নাকি ভারতের অংশ নয়। বিহার বোর্ডে ক্লাস সেভেনের পরীক্ষার প্রশ্নপত্রে তেমনই ইঙ্গিত। সর্বশিক্ষা অভিযানের আওতায় ৫ অক্টোবর থেকে শুরু হওয়া বিহারে উচ্চপ্রাথমিকে পরীক্ষার বিতর্কিত এই প্রশ্নপত্র সামনে আসায় শুরু হয়েছে জোর বিতর্ক।

ক্লাস সেভেনের ওই প্রশ্নপত্রে বেশ কয়েকটি দেশের নাম দেওয়া আছে। যার মধ্যে কাশ্মীরও রয়েছে। প্রশ্নপত্রে একটি উদাহরণ দিয়ে বলা হয় চিনের নাগরিকদের বলা হয় চিনা। তাহলে নেপালের নাগরিকদের কী বলা হবে? এভাবে জানতে চাওয়া হয় কাশ্মীরের নাগরিকদের কী নামে ডাকা হবে? ইংল্যান্ড এবং ভারতীয়দের ক্ষেত্রে কী হবে? প্রশ্নপত্রে পরিষ্কার নেপাল, ইংল্যান্ড, ভারতের মতো কাশ্মীরও একটি আলাদা দেশ। প্রশ্ন উঠছে চিন, নেপাল, ইল্যান্ড ও ভারত চারটি দেশ। কিন্তু, কাশ্মীর কবে থেকে নতুন দেশ হচ্ছে?

প্রশ্নপত্র

বিহারের রাজ্য শিক্ষা দপ্তরের শাখা বিহার এডুকেশন প্রজেক্ট কাউন্সিলের (BEPC) প্রোগ্রাম অফিসার প্রেম চন্দ্র অবশ্য প্রশ্নপত্রের এই ভুল স্বীকার করেছেন। তিনি বলেন, “এটা খুবই নিন্দাজনক কাজ।” বিহারের শিক্ষা দপ্তরের দাবি ছাপার ভুলের জন্য এই অবস্থা হয়েছে।