নিজের বাড়িতেই কোভিড কেয়ার সেন্টার বানালেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী
বেঙ্গালুরু: হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কর্ণাটকের অবস্থাও খুব একটা ভালো নয়। করোনার দ্বিতীয় ধাক্কা কাবু করে ফেলেছে। রাজ্যের হাসপাতালগুলোতে বেডের স্পল্পতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে নিজের বাড়িতেই কোভিড কেয়ার সেন্টার (COVID care center) বানিয়ে নজির গড়লেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্মাই।
কর্ণাটকের শিগগাঁওয়ে বাড়ি বাসবরাজের। নিজের বাড়িকেই কোভিড কেয়ার সেন্টার হিসেবে গড়ে তুললেন তিনি। সেখানে করোনা রোগীদের জন্য ৫০টি বেডের ব্যবস্থা করেন তিনি। রয়েছে অক্সিজেনের ব্যবস্থাও।
Karnataka Home Minister Basavaraj Bommai has converted his residential premises into COVID care center with 50 beds, at Shiggaon. pic.twitter.com/mScYtpbggo
— ANI (@ANI) May 15, 2021
অক্সিজেন কনসেনট্রেট বসানো হবে জানান তিনি। বাসবরাজ বোম্মাই বলেন, রাজ্যে কর্নার সংক্রমণ বেড়েছে। রোগীর সংখ্যা অত্যাধিক হওয়ায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত বেড নেই। অনেকেই চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন। তাই এই উদ্যোগ নিয়েছেন তিনি।
তাঁর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে গোটা দেশ। নেটিজেনরা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। যখন সারাদেশে বহু মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, হাসপাতালগুলোতে বেড নেই তখন মন্ত্রীর এমন উদ্যোগ স্বাভাবিক ভাবেই প্রশংসার দাবি রাখে।