Sunday, September 15, 2024
দেশ

‘বোরখা নেই কেন?’ মুসলিম পড়ুয়াদের বাস থেকে নামিয়ে দিলেন কর্ণাটকের বাসচালক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বোরখা পরা নিয়ে কর্ণাটকে বিতর্ক অব্যাহত। এবার বোরখা ছাড়া বাসে ওঠায় মুসলিম ছাত্রীদের বাস থেকে নামিয়ে দিল কর্ণাটকের এক বাসচালক। অভিযোগ ওই চালক বোরখা ছাড়া মুসলিম ছাত্রীদের বাসে উঠতে দেবেন না জানান। এই ঘটনায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

জানা গেছে, কর্ণাটকের কালাবুরাগি জেলায় বাসবকল্যাণ-কালাবুরাগি রুটে বাস চালান ওই চালক। অভিযোগ, কামালপুর তালুকের ওকালি গ্রাম থেকে এক দল কিশোরী তার বাসে উঠেছিল। তবে তাদের বোরখা না থাকায় মাঝপথেই তাদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়।


এক পড়ুয়া জানিয়েছে, ‘বাস থামিয়ে চালক তাদের দিকে এগিয়ে আসেন। তারা কোন ধর্মের তা জানতে চান। মুসলিম ছাত্রীদের বোরখা পরতে বলেন ওই চালক। কিন্তু অনেকেই বোরখা পরবেন না বলে জানিয়েছিল। কেউ কেউ শুধু হিজাব পরে ছিল। চালক তাদের জানান, মুসলিম মেয়েদের বোরখা পরতেই হবে। না হলে তার বাসে উঠতে পারবে না। অভিযোগ, এরপরেই ওই মুসলিম কিশোরীদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়।

ওই চালক পড়ুয়াদের কটূ কথা শোনান এমনকি হেনস্থা করেন বলেও অভিযোগ। বাসে উপস্থিত জনতা প্রতিবাদ জানালে বাস খারাপ হয়ে গিয়েছে বলে অজুহাত দেন ওই চালক। এরপরে অবস্থা বেগতিক দেখে সবাইকে বাস থেকে নামিয়ে দেন ওই চালক।