অশান্ত মণিপুরে ‘অনুপ্রবেশকারী’ শনাক্ত করতে বায়োমেট্রিক করা হবে, বিজ্ঞপ্তি জারি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত কয়েকমাস ধরে অশান্ত মণিপুর। এখনও পর্যন্ত অশান্তির বলি হয়েছেন শতাধিক মানুষ। বাইরের লোকজন মণিপুরে অশান্তি পাকাচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে মণিপুরে মায়ানমারের বেআইনি অনুপ্রবেশকারীদের শনাক্তের কাজ শুরু হলো।
মণিপুর সরকারের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, বায়োমেট্রিকের মাধ্যমে অনুপ্রবেশকারীদের শনাক্ত করা হবে। এরপর শরণার্থীদের একটি তালিকা তৈরি হবে। এর ভিত্তিতে নির্ধারণ করা হবে কোন শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব প্রধান করা হবে। সম্প্রতি অসম রাইফেলসকে ৩০১ শিশু-সহ ৭১৮ জন মায়ানমার নাগরিককে ভারত থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছিল মণিপুর সরকার।
On instructions of the Ministry of Home Affairs, Govt of India to complete the campaign for biometric capture of illegal Myanmar immigrants in the State of Manipur by September 2023, the Govt of Manipur has resumed its campaign for biometric capture of all illegal Myanmar… pic.twitter.com/sx68ji2ZOO
— ANI (@ANI) July 29, 2023
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অভিযোগ, কুকিরা মায়ানমার সীমান্তের ওপার থেকে অবৈধভাবে মণিপুরে অনুপ্রবেশ করছে এবং মণিপুরের বনাঞ্চলে বসতি তৈরি করছে। বায়োমেট্রিক করে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে।
এদিকে, মিজোরামে মায়ানমারের ৩৫ হাজারেরও বেশি শরণার্থী রয়েছে। জাতিগত ভাবে মিল থাকায় তাদের প্রতি সহানুভূতিশীল মিজোরা। তবে মণিপুরের ক্ষেত্রে সেটি খাটে না। এই আবহে অভিযান চালিয়ে বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিতের চেষ্টা চালাচ্ছে মণিপুর সরকার।
জানা গেছে, ইতিমধ্যেই একটি জনসংখ্যা কমিশন গঠন করা হয়েছে। মণিপুর-মিজোরাম সীমান্তে প্রায় ১০ কিলোমিটারের বেশি এলাকায় বেড়া দেওয়া হয়েছে।