কালীঘাটের কাকুর সঙ্গে নামী প্রোমোটিং সংস্থার যোগ; নিয়োগ দুর্নীতির বিরাট অঙ্কের কালো টাকা সাদা করার অভিযোগ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেল ইডি। তদন্তে নামী প্রোমোটিং সংস্থার নাম উঠে এল। কালীঘাটের কাকু তথা সুজয়কৃষ্ণ ভদ্রর (Sujaykrishna Bhadra) বিরুদ্ধে পেশ হওয়া চার্জশিটেই ওই নামী প্রোমোটিং সংস্থার নাম উল্লেখ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
ইডির রিপোর্টে কালীঘাটের কাকুর (Kalighater Kaku) নিজের সংস্থার সঙ্গে ওই প্রোমোটারি সংস্থার সরাসরি যোগাযোগ ও আর্থিক লেনদেনের যোগ রয়েছে। নিয়োগ দুর্নীতির বিরাট অঙ্কের কালো টাকা ওই প্রোমোটিং সংস্থা ও সুজয়কৃষ্ণর সংস্থার লেনদেনের মাধ্যমে সাদা করার অভিযোগে উঠেছে।