Saturday, April 27, 2024
দেশ

কর্ণাটকে মাদ্রাসা বন্ধের দাবি বিজেপির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: হিজাব বিতর্কের মধ্যেই এবার কর্ণাটকে মাদ্রাসা বন্ধের দাবি বিজেপির। সে রাজ্যের বিজেপি বিধায়ক রেনুকাচার্য রাজ্যের সমস্ত মাদ্রাসা বন্ধের দাবি জানিয়েছেন। মাদ্রাসা বন্ধের দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এবং রাজ্যের শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেন তিনি।

রেনুকাচার্য প্রশ্ন করেন, ‘রাজ্যে মাদ্রাসার কী প্রয়োজন? হয় মাদ্রাসাগুলি নিষিদ্ধ করা উচিৎ নয়তো, অন্যান্য স্কুলে যা শেখানো হয় তা মাদ্রাসায়ও শেখানো উচিৎ।’ রাজ্যে হিজাব বিতর্কের জন্য কংগ্রেসকে দায়ী করে তিনি বলেন, ‘দেশের বৃহত্তম দল হয়ে কংগ্রেসের ভোটব্যাঙ্কের রাজনীতি করা উচিত নয়।’

এরপরই রেনুকাচার্য বলেন, ‘রাজ্যে মাদ্রাসার প্রয়োজন কী? নিরপরাধ শিশুদের উস্কানি দেওয়ার জন্য কি মাদ্রাসা চালু রাখতে হবে? মাদ্রাসায় পড়া ছেলে-মেয়েদের ভবিষ্যৎ দেশের বিরুদ্ধে যাবে। তারা কখনই ভারত মাতা কি জয় বলবে না।’

রেনুকাচার্যের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন কংগ্রেসের সিনিয়র নেতা জমির আহমেদ খান। তিনি বলেন, ‘কিছু দেশবিরোধী মানুষ কর্ণাটক বন্ধের দাবি জানিয়েছিল। এটা কি সহ্য করতে পারে নাকি? এটা কি পাকিস্তান বা অন্য কোনও ইসলামিক দেশ? এটা কিছুতেই সহ্য করা হবে না।’

উল্লেখ্য, সম্প্রতি হিজাব ইস্যুতে তোলপাড় হয়ে ওঠে গোটা কর্ণাটক রাজ্য। বিষয়টি সুপ্রিম কোর্ট অবধি গড়ায়। এর মধ্যেই বিজেপির মাদ্রাসা বন্ধের দাবি সেই বিতর্কে আরও উসকে দিল বলে মনে করা হচ্ছে।