Wednesday, April 23, 2025
Latestকলকাতা

১৪ এপ্রিল কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নববর্ষে রাজ্যবাসীর জন্য বড় উপহার। ১৪ এপ্রিল, নববর্ষের প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন বহু প্রতীক্ষিত কালীঘাট স্কাইওয়াক। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, স্কাইওয়াকের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং এটি চালুর জন্য সম্পূর্ণ প্রস্তুত।

অবশেষে প্রতীক্ষার অবসান

প্রতি বছরই মুখ্যমন্ত্রী কালীঘাট মন্দিরে পুজো দিয়ে থাকেন, আর এই বছর সেই পুজোর দিনেই তিনি স্কাইওয়াকটির উদ্বোধন করতে পারেন বলে মনে করা হচ্ছে। ২০২৪-এর কালীপুজোর আগেই এটি চালু করার পরিকল্পনা ছিল, তবে কিছু কাজ বাকি থাকায় সেটি সম্ভব হয়নি। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্কাইওয়াকটি চালু হতে চলেছে।

হকার্স মার্কেটের উন্নয়ন

স্কাইওয়াক নির্মাণের পাশাপাশি, হকার্স মার্কেটের ব্যবসায়ীদের জন্যও নতুন পরিকাঠামোর ব্যবস্থা করা হয়েছে। কালীঘাটের নতুন শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক হকার্স কর্নারে ১৭৬টি দোকান বরাদ্দ করা হয়েছে। স্কাইওয়াকের পাশেই এই নতুন মার্কেট তৈরি করা হয়েছে, যা ব্যবসায়ীদের সুবিধা দেবে।

প্রকল্পের চ্যালেঞ্জ ও নির্মাণের অগ্রগতি

কালীঘাটের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় ব্রিটিশ আমলের পাইপলাইন ও নিকাশি ব্যবস্থা অক্ষত রেখে স্কাইওয়াক নির্মাণ করা ছিল এক বড় চ্যালেঞ্জ। তবে সমস্ত বাধা কাটিয়ে অবশেষে কাজ সম্পন্ন হয়েছে। প্রায় ৫০০ মিটার দীর্ঘ ও ১০.৫ মিটার চওড়া এই স্কাইওয়াকটির মাধ্যমে দর্শনার্থীরা আরও সহজে মন্দিরে পৌঁছাতে পারবেন। এর আগে দক্ষিণেশ্বর মন্দিরে একই ধরনের স্কাইওয়াক নির্মাণ করেছিল রাজ্য সরকার।

করোনার কারণে দেরি

২০১৮ সালে প্রকল্পটির জন্য অর্থ বরাদ্দ করা হলেও কাজ শুরু হয় ২০২১ সালে। কোভিড পরিস্থিতির কারণে দফায় দফায় নির্মাণ কাজ বন্ধ থাকায় এটি শেষ হতে বিলম্ব হয়। নিকাশি নালা ও পাইপলাইনের সমস্যার কারণেও অতিরিক্ত সময় লেগেছে। প্রাথমিক বাজেট ছিল ৭৭ কোটি টাকা, তবে কাজের বিলম্বের কারণে খরচ বেড়ে প্রায় ৯০ কোটি টাকা হয়েছে।

কমবে যানজট

এই স্কাইওয়াক চালু হলে দর্শনার্থীদের জন্য মন্দিরে যাতায়াত আরও সুবিধাজনক হবে। কালীঘাট এলাকার যানজট কমানোর ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নববর্ষে রাজ্যবাসীর জন্য এটি এক বড় উপহার হতে চলেছে।