Tuesday, May 21, 2024
টালিউড

‘সিটগুলো যা শক্ত, শরীরে ব্যথা হয়ে যাচ্ছে’, বন্দে ভারত চেপে বললেন জয়জিৎ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ছেলের আইসিএসসি পরীক্ষা শেষ। ছেলের দীর্ঘ দিনের ইচ্ছে ছিল, অরিজিৎ সিংহের কনসার্ট দেখবে। তাই ছেলেকে নিয়ে শিলিগুড়িতে অরিজিৎ সিংহের কনসার্ট দেখতে গেলেন টলিপাড়ার অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।

বন্দে ভারত এক্সপ্রেসে যান। ফেসবুকে পোস্টে জয়জিৎ লিখেছেন, ‘‘বাপ-ব্যাটার হাওয়াবদল। হ্যাঁ, শুধুমাত্র বাপ-ব্যাটার।’’

জয়জিৎ বলেন, ‘‘আমার ছেলের আইসিএসসি শেষ হলো। ওর দীর্ঘ দিনের ইচ্ছে ছিল, অরিজিৎ সিংহের কনসার্ট দেখবে। তাই ওকে নিয়ে যাচ্ছি।’’

জয়জিৎ আরও বলেন, ‘‘তাছাড়া বন্দে ভারত এক্সপ্রেসে চড়াও বাকি ছিল। এক ঢিলে দুই পাখি। তবে সিটগুলো যা শক্ত, শরীরে ব্যথা হয়ে যাচ্ছে।’’