Friday, April 19, 2024
কলকাতা

রামপুরহাট কান্ডের প্রতিবাদে ‘দগ্ধ’ কাব্যগ্রন্থ প্রকাশ জয় গোস্বামীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বীরভূমের রামপুরহাট কাণ্ড (Rampurhat) নিয়ে উত্তাল গোটা রাজ্য। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্টতা। এবার এই ঘটনার প্রতিবাদে কলম ধরলেন কবি জয় গোস্বামী (Joy Goswami)। রামপুরহাট কাণ্ডের প্রতিবাদে কাব্যগ্রন্থ প্রকাশ করলেন বাংলা ভাষার উত্তর-জীবনানন্দ পর্বের অন্যতম জনপ্রিয় এই কবি। কাব্যগ্রন্থের নাম ‘দগ্ধ’।

‘দগ্ধ’ কাব্যগ্রন্থে রয়েছে আটটি কবিতা। কবিতার ছত্রে ছত্রে পুড়ে যাওয়ার যন্ত্রণাকে ফুটিয়ে তুলেছেন কবি। বইয়ের ভূমিকায় জয় গোস্বামী লিখেছেন, “রামপুরহাটের বগটুই গ্রামে প্রতিশোধের আগুনে পুড়ে ছাই হয়ে গেল একদল নিরপরাধ মানুষ। ঘুমোতে যাওয়ার আগে ওরা কেউ ঘুণাক্ষরেও ভাবেনি, এই ঘুম ভাঙবে না আর। মানুষ পোড়া কটু গন্ধ নাকে নিয়ে যে রাতে ওদের সন্ত্রস্ত প্রতিবেশীরা গ্রাম ছাড়ছে, এই কবিতাগুলি সেই বিনিদ্র রজনীর সন্তান। যে শিশু, যে মা জীবদ্দশায় জানতে পারেনি কোন গোষ্ঠীর হাতে তার বাঁচা-মরার অধিকার ন্যস্ত, এ কবিতাগুচ্ছ তারই নিরুপায় শোকগাথা।”

উল্লেখ্য, গত ২১ মার্চ রাতে রামপুরহাটের বগটুইয়ে তৃণমূল নেতা ভাদু শেখ খুন হন। ওই রাতেই বগটুইতে ভয়াবহ তাণ্ডব চালানো হয়। পুড়িয়ে দেওয়া হয় একাধিক বাড়িঘর। আগুনে পুড়ে নিহত হন আট জন।

প্রসঙ্গত, এর আগে নন্দীগ্রাম কাণ্ডে প্রতিবাদে কলম ধরেছিলেন জয় গোস্বামী। নিন্দা করেছিলেন তৎকালীন শাসক দলের। সেই সময় পেরিয়ে বর্তমান শাসক দলের ‘বন্ধু’ হয়েছিলেন। শাসকের ঘনিষ্ঠ হয়েছেন। তবে রামপুরহাট কান্ডে (Rampurhat Clash) তিনি কী শাসক বিরোধী হয়ে গেলেন? এই ঘটনা কি তাঁকে ‘দগ্ধ’ করেছে? এ প্রসঙ্গে কবি বলেছেন, ‘‘আমার কবিতাগুলিতেই সব লেখা আছে। ওগুলিই আমার কথা।’’