Wednesday, September 11, 2024
রাজ্য​

লোকসভা ভোটে রাজ্যে হেমা মালিনীকে প্রার্থী করছে বিজেপি, তালিকায় একাধিক সেলিব্রেটি

কলকাতা: আসন্ন লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির প্রার্থী করা হতে পারে হেমা মালিনীকে। সূত্রের খবর, বাংলার কোনও একটি আসন থেকে হেমা মালিনীকে প্রার্থী করতে চায় বিজেপির শীর্ষ নেতৃত্ব।

তাহলে এবার কি বাংলা থেকে প্রার্থী হিসেবে দেখা যাবে হেমা মালিনীকে। লোকসভা ভোটের দিন যত এগিয়ে আসছে সেই প্রশ্নও জোরদার হচ্ছে। রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূলের তরফে ২০১৪-র লোকসভা নির্বাচনে এখনও পর্যন্ত সর্বাধিক সংখ্যক শিল্পীদের লোকসভায় প্রার্থী করা হয়েছিল।

তৃণমূলের পুরনো সাংসদদের মধ্যে রয়েছেন তাপস পাল, শতাব্দী রায়। ২০১৪-র ভোটে নতুন করে অভিনেতা দেব, সন্ধ্যা রায়, মুনমুন সেনকে প্রার্থী করেছিল তৃণমূল। তাঁরা বিপুল ভোটে জয়লাভও করেন।

রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, বাংলা থেকে বিজেপির প্রার্থী হিসাবে সেলিব্রিটিদের মধ্যে বেশ কিছু নাম  তাঁদের তালিকায় রয়েছে, কিংবা বিবেচনায় রয়েছে।