Wednesday, September 11, 2024
দেশ

বড় সিদ্ধান্ত মোদী সরকারের, সড়ক নয়, আকাশপথেই গন্তব্যে যাবেন জওয়ানরা

নয়াদিল্লি: সড়কপথে নয়, এবার আকাশপথে জম্মু-কাশ্মীরে যাওয়ার ছাড়পত্র পেলেন সব পদমর্যাদার জওয়ানরা। পুলওয়ামায় CRPF-এর কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ৪৪ জওয়ানের মৃত্যুর ঘটনার পর এমনই চিন্তাভাবনা চলছিল। এবার তাতে সিলমোহর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশিকায় জানিয়েছে, ‘দিল্লি-শ্রীনগর, শ্রীনগর-দিল্লি, জম্মু-শ্রীনগর এবং শ্রীনগর-জম্মু রুটে CRPF জওয়ানদের আকাশপথে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। এর ফলে কনস্টেবল, হেড কনস্টেবল, এএসআই-সহ প্রায় ৭ লক্ষ ৮০ হাজার সিএপিএফ জওয়ান উপকৃত হবেন। প্রসঙ্গত, BSF ও সেনাবাহিনীর জওয়ানদের জন্য আগেই ‘এয়ার কুরিয়ার সার্ভিস’ ছিল। কিন্তু, CRPF-এর ক্ষেত্রে তা ছিল না।

আকাশপথে যাতায়াতের ছাড়পত্র মেলায় সময় অনেক বাঁচবে। ছুটির সময় সহজেই বাড়ি যেতে পারবেন জওয়ানরা। তেমনই যাতায়াতের সময়ও অনেকটাই কমবে। অনেকসময়ই দেখা যায়, সময়ের অভাবে ছুটি পেলেও বাড়ি যাওয়ার ফুরসত পান না জওয়ানরা। বিমান পরিবহণের সুবিধা মেলায় সেই সমস্যা অনেকটাই মিটবে।