Thursday, December 12, 2024
দেশ

১৮ বিচ্ছিন্নতাবাদী সহ ১৫৫ নেতার নিরাপত্তা প্রত্যাহার করল মোদী সরকার

শ্রীনগর: পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার পর কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে আরও বড় পদক্ষেপ নিল ভারত সরকার। ১৮ জন বিচ্ছিন্নতাবাদী নেতার নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হলো। পাশাপাশি ১৫৫ জন রাজনৈতিক কর্মীর নিরাপত্তাও তুলে নেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা প্রত্যাহারের কথা ঘোষণা করে কেন্দ্র। এর আগে গত রবিবার কয়েকজন বিচ্ছিন্নতাবাদী নেতার নিরাপত্তা ও সরকারি সুযোগসুবিধা প্রত্যাহার করে নেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, সরকার মনে করছে বিচ্ছিন্নতাবাদীদের নিরাপত্তা দেওয়া কেন্দ্রের টাকা অপচয় ছাড়া কিছু নয়। এই টাকা আরও ভালোভাবে ব্যবহার করা সম্ভব। যাদের নিরাপত্তা তুল নেওয়া হচ্ছে তাদের মধ্যে রয়েছে এসএএস গিলানি, ইয়াসিন মালিক, আব্দুল গণি শাহ, নঈম আহমেদ খান, জাফর আকবর ভাট প্রমুখ।

বিচ্ছিন্নতাবাদী নেতাদের পাশাপাশি ১৫৫ জন রাজনৈতিক কর্মীর নিরাপত্তাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র দফতরের মুখপাত্র জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে এক হাজার জনেরও বেশি পুলিশকর্মী ও ১০০টিরও বেশি গাড়িকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব থেকে মুক্ত করা গেল। ওই বাহিনীকে এবার থেকে পুলিশের অন্য কাজে লাগানো হবে।

এর আগে পুলওয়ামা হামলার পরপরই গত  রবিবার আরও পাঁচ বিচ্ছিন্নতাবাদী নেতার নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। পাঁচ নেতার মধ্যে ছিলেন মিরওয়াইজ ওমর ফারুক, আব্দুল গনি ভাট, বিলাল লোন, হাশিম কুরেশি, শাবির শা।