Saturday, July 27, 2024
দেশ

পুলওয়ামায় শহিদ জওয়ানদের পরিবারকে ৬.৬১ লাখ টাকা সাহায্য ভিক্ষুক মহিলার

অজমের: যখন বেঁচে ছিলেন তখন ভিক্ষা করেই জীবন অতিবাহিত করতেন। যা পেতেন এক মন্দির কমিটিকে দিয়ে দিতেন। মৃত্যুর আগে বলেছিলেন, এই টাকা যেন সেনাদের প্রয়োজনে কাজে লাগানো হয়। পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার পর শহিদ পরিবারগুলির সাহায্যে যাচ্ছে তাঁর টাকা।

দেবকী শর্মার শেষ ইচ্ছে অনুযায়ী, শহিদদের পরিবারের জন্য দেওয়া হয়েছে তাঁর ৬ লাখ ৬১ হাজার টাকা। ছ’মাস আগে তাঁর মৃত্যু হয়েছে। অজমেরের একটি মন্দিরের সামনে গত কয়েক বছর ধরে ভিক্ষা করতেন তিনি। প্রত্যেক দিন যা টাকা পেতেন তা মন্দির কমিটির সদস্যদের কাছে দিয়ে দিতেন তিনি।

এরপর মহিলার জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিয়েছিল মন্দির কমিটি। এবং সমস্ত টাকা সেই অ্যাকাউন্টে জমা করে দিতেন। মৃত্যুর আগে মহিলা জানিয়েছিলেন তার জমানো টাকা যেন সেনাদের প্রয়োজনে কাজে লাগানো হয়।

মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, তাঁর শেষ ইচ্ছে অনুযায়ী, এই টাকা শহিদ জওয়ানদের পরিবারের সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে জমা করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বত্র তারিফ কুড়োচ্ছে ভিক্ষুক মহিলার এই কীর্তি।