দল বদলের ‘পুরস্কার’, ২৪ ঘণ্টার মধ্যেই বিজেপির মন্ত্রীত্ব পেলেন কংগ্রেসত্যাগী বিধায়ক
গান্ধীনগর: কংগ্রেস ত্যাগ করতে না করতেই দল বদলের পুরস্কার পেলেন কংগ্রেসত্যাগী বিধায়ক জওহার চাবদা। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের ২৪ ঘন্টার মধ্যেই কংগ্রেসত্যাগী বিধায়ককে মন্ত্রী করে দিল গেরুয়া শিবির। ঘটনাস্থল নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাট।
কংগ্রেসের বিধায়ক জওহার চাবদা শুক্রবারই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। আর এর একদিন পরেই শনিবারই গুজরাট সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি।
Gandhinagar: MLA Jawahar Chavda who resigned from Congress and joined BJP yesterday, takes oath as a minister in Gujarat government. pic.twitter.com/HBsf0mSAUG
— ANI (@ANI) 9 March 2019
মন্ত্রী হওয়ায় ৬ মাসের মধ্যে জওহার চাবদাকে কোনও একটি কেন্দ্র থেকে জিতে আসতে হবে। সবমিলিয়ে দীর্ঘদিনের বিধায়ককে হারিয়ে দুশ্চিন্তায় কংগ্রেস।