Saturday, July 27, 2024
কলকাতা

লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি, বলছে সমীক্ষা

নয়াদিল্লি: ভোটের দিন ঘোষণার দিনই ভোট পূর্ব জরিপের ফলাফল প্রকাশ করল ইন্ডিয়া টিভি-সিএনএক্স। সমীক্ষায় বলা হচ্ছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি একক বৃহত্তম দল হিসেবে ২৩৮ টি আসন পেতে যাচ্ছে। যা কিনা ম্যাজিক ফিগার থেকে ১৩ কম। ৫৪৩ আসনের লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতার জন্য চাই ২৭২টি আসন।

ইন্ডিয়া টিভি-সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী, বিজেপি ২০১৪-র নির্বাচন থেকে ৪৪ টি আসন কম পেতে পারে। এবার এনডি পেতে পারে ২৮৫ টি আসন। ২০১৪-র নির্বাচনে এনডিএ পেয়েছিল ৩৫৫ টি আসন।

রাজ্যভিত্তিক সমীক্ষা–

পশ্চিমবঙ্গ ৪২: তৃণমূল কংগ্রেস ৩০, বিজেপি ১২

উত্তর প্রদেশ ৮০: বিজেপি ৪০, বিএসপি ১৬, এসপি ১৮, কংগ্রেস ৪, আরএলডি ১, আপনা দল ১

উত্তরাখণ্ড ৫: বিজেপি ৫ রাজস্থান ২৫: বিজেপি ২০, কংগ্রেস ৫

ওড়িশা ২১: বিজু জনতা দল ১৪, বিজেপি ৭ মধ্যপ্রদেশ ২৯: বিজেপি ২৩, কংগ্রেস ৬

ছত্তিসগড় ১১: বিজেপি ৬, কংগ্রেস ৫ পঞ্জাব ১৩: কংগ্রেস ৯, অকালি দল ৩, আপ ১, বিজেপি ০

হরিয়ানা ১০: বিজেপি ৯, কংগ্রেস ১ বিহার ৪০: বিজেপি ১৫, আরজেডি ৮, জেডিইউ ১২, কংগ্রেস ২, এলজেপি ৩

ঝাড়খণ্ড ১৪: বিজেপি ৮, জেএমএম ৩, কংগ্রেস ২, জেভিএমপি ১ গুজরাত ২৬: বিজেপি ২৬, কংগ্রেস ০

হিমাচল প্রদেশ ৪: বিজেপি ৪, কংগ্রেস ০ মহারাষ্ট্র ৪৮: বিজেপি ২২, শিবসেনা ১০, কংগ্রেস ৯, এনসিপি ৭

গোয়া ২: বিজেপি ২, কংগ্রেস ০

তামিলনাড়ু ৩৯: ডিএমকে ১৬, এআইএডিএমকে ১২, এএমএমকে ২, কংগ্রেস ৫, বিজেপি ১, পিএমকে ২, অন্যরা ১

অন্ধ্রপ্রদেশ ২৫: ওয়াইএসআর কংগ্রেস ২২, টিডিপি ৩, কংগ্রেস ০

তেলেঙ্গানা ১৭: টিআরএস ১৪, এআইএমআইএম ১, কংগ্রেস ২

কর্নাটক ২৮: বিজেপি ১৩, কংগ্রেস ১৩, জেডিএস ২

কেরল ২০: ইউডিএফ ১২, এলডিএফ ৭, বিজেপি ১ জম্মু ও কাশ্মীর ৬: বিজেপি ২, এনসি ১, কংগ্রেস ২

অসম ১৪: বিজেপি ৮, এআইইউডিএফ ২, কংগ্রেস ৪

উত্তর পূর্বের অন্য রাজ্যগুলি ১১: বিজেপি ৩, কংগ্রেস ৩, এমএনএফ ১, এনপিপি ১, সিপিএম ১, এনডিপিপি ১, এসডিএফ ১

দিল্লি ৭: বিজেপি ৭, কংগ্রেস ০, আপ ০

কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ৬: বিজেপি ৪, কংগ্রেস ২

৫৪৩ আসনের লোকসভায় বিজেপি-২৩৮ টি, কংগ্রেস ৮২ টি, তৃণমূল কংগ্রেস ৩০ টি, ওয়াই এসআর কংগ্রেস ২২ টি, এসপি ১৮ টি, বিএসপি ১৬ টি, ডিএমকে ১৬ টি, এআইএডিএমকে ১২ টি, টিআরএস ১৪ টি, বাম ৬ টি, জেডিইউ ১২ টি, এনসিপি ৭ টি, আরজেডি ৮ টি, শিবসেনা ১০ টি, বিজেডি ১৪ টি, অন্য ছোট দল ৩৮টি আসন পেতে পারে।