Friday, May 3, 2024
দেশ

‘জম্মু-কাশ্মীরকে শ্রীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা, বিধানসভা নির্বাচন’, বিরাট বড় ঘোষণা মোদীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: লোকসভা ভোটের আগে বিরাট বড় ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপত্যকার উধমপুরে এক জনসভায় মোদী ঘোষণা দেন, ‘জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে। শ্রীঘ্রই উপত্যকায় বিধানসভার নির্বাচন হবে।’

মোদী বলেন, ‘গত ১০ বছরে আমরা জঙ্গি ও দুর্নীতি কমিয়ে ফেলেছি। এখন আগামী পাঁচ বছরেই রাজ্যকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে।‌ গত দশ বছরে জম্মু ও কাশ্মীর সম্পূর্ণ বদলে গেছে। জম্মু ও কাশ্মীর তার মন পরিবর্তন করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এখন উপত্যকায় স্কুল পোড়ানো হয় না, স্কুল তৈরি হয়। কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের বিরুদ্ধে পরিবারবাদের অভিযোগ তুলে মোদী বলেন, উভয় দলই পরিবারবাদী।

মোদী বলেন, ‘বিজেপি সরকার গরিবদের বিনামূল্যে রেশন দিচ্ছে। ১০ বছর আগে কাশ্মীরের গ্রামে বিদ্যুৎ, জল এবং রাস্তা ছিল না। মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টি পূরণের গ্যারান্টি। আজ আপনাদের আশীর্বাদে মোদী সরকার গ্যারান্টি পূরণ করেছে। সীমান্তের ওপার থেকে গুলি বর্ষণ, সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ, পাথর ছোড়া নির্বাচনের বিষয় নয়। দেশের আনাচে কাঁনাচে শোনা যাচ্ছে একই প্রতিধ্বনি, আব কি বার, ফের মোদী সরকার।’