Saturday, September 14, 2024
কলকাতা

ফের জোর ধাক্কা খেল রাজ্য সরকার, রামনবমীতে শ্রীরামপুরে মিছিলের অনুমতি আদালতের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: খারিজ আপত্তি, রামনবমীতে শ্রীরামপুরে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা কমানোর নির্দেশ দিয়েছে আদালত। লোকসভা ভোটের আগে অশান্তির আশঙ্কায় মিছিলে আপত্তি জানিয়েছিল রাজ্য সরকার। তবে শুক্রবার রাজ্যের আপত্তি খারিজ করে মিছিলের অনুমতি দিলো হাইকোর্ট।

উল্লেখ্য, গত বছর রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্যের বিভিন্ন জায়গা। শ্রীরামপুরে জিটি রোডে অশান্তি হয়েছিল। সেই ঘটনার তদন্ত করছে এনআইএ। অশান্তির আশঙ্কায় এ বছর রাম নবমীতে শ্রীরামপুরে মিছিলের অনুমতি দেয়নি রাজ্য। 

আশঙ্কা ছিল, ৩৫ হাজার মানুষ নিয়ে মিছিল করলে অশান্তি হতে পারে। ওই মিছিলের যাত্রাপথের কিছুটা অংশ স্পর্শকাতর এলাকা। ফলে মিছিল মিছিলের অনুমতি দেয়নি প্রশাসন। তবে রাজ্যের সেই আপত্তি খারিজ হয়ে গেল হাইকোর্টে। রুট বদলের প্রস্তাবও বাতিল করে দিয়েছে আদালত।

শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ জানিয়েছে, শ্রীরামপুরে জিটি রোডের উপর দিয়ে ৭০০ মিটার এলাকা দিয়ে রামনবমীর মিছিল করা যাবে। তবে ১৩টি মিছিলে ২০০ জন করে সর্বাধিক থাকতে পারবেন। এছাড়া আদালত মনে করে, মিছিলে হাজার পাঁচেক লোককে সামাল দেওয়ার মতো দক্ষতা পুলিশের আছে। রাজ্য প্রয়োজন মনে করলে কেন্দ্রীয় বাহিনীরও সহায়তা নিতে পারবে। 

প্রসঙ্গত, গত বছর মিছিলকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনা নিয়ে তিনটি এফআইআর দায়ের করে পুলিশ। সেই ঘটনার তদন্ত করছে এনআইএ।