ভগবান রামকে অপমান করে পাপ করেছে কংগ্রেস: মোদী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মঙ্গলবার লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে কটাক্ষ করলেন। তিনি অভিযোগ করেছেন, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে ভগবান রামকে অপমান করেছে কংগ্রেস।
উত্তরপ্রদেশের পিলিভীতে এক জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘কংগ্রেস অযোধ্যায় রাম মন্দির নির্মাণ আটকাতে সর্বাত্মক চেষ্টা করেছিল। কিন্তু দেশের মানুষ প্রতিটি অনুদান দিয়ে এত বড় মন্দির তৈরি করেছে। তবে প্রাণ প্রতিষ্ঠার জন্য কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু কংগ্রেস আমন্ত্রণ প্রত্যাখ্যান করে ভগবান রামকে অপমান করেছেন। এমনকি কংগ্রেস থেকে যারা প্রাণ প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন তাদের দল থেকে বহিষ্কার করেছে কংগ্রেস।’
মোদী জোর দিয়ে বলেন, বিজেপি সরকার ভারতকে একটি ‘উন্নত দেশ’ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে চলেছে। ভারত পথ দেখাচ্ছে যে, আমাদের কাছে কোনো কিছুই অসম্ভব নয়।’
মোদী বলেন, ‘চন্দ্রযান যখন চাঁদে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিল, আপনি কি গর্ব অনুভব করেননি?’
বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘সপা, বিএসপি এবং কংগ্রেসের ১৪ বছরে আখ চাষিরা যা পেয়েছিল তার থেকে যোগীর সরকার এখানে আখ চাষীদের বেশি অর্থ দিয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে উত্তরপ্রদেশের কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৭০ হাজার কোটি টাকা পেয়েছে।’