Wednesday, October 9, 2024
আন্তর্জাতিক

বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর ছবি এবার দেখা যেতে পারে ব্রিটিশ পাউন্ডে

লন্ডন: বিশ্ব বরেণ্য বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর ছবি এবার দেখা যেতে পারে ব্রিটিশ পাউন্ডে। ভারতীয় এই পদার্থবিজ্ঞানীর নাম আরও বহু বিখ্যাত বিজ্ঞানীদের নামের সঙ্গে মনোনয়ন পেয়েছে। চূড়ান্ত হলে জগদীশ বসুর ছবি দেখা যাবে ব্রিটিশ ৫০ পাউন্ডের নোটে।

সম্প্রতি ব্যাঙ্ক অফ ইংল্যান্ড জানিয়েছে, ২০২০ সালে ৫০ পাউন্ডের নতুন নোট বাজারে আনবে তাঁরা। ওই নোটে ব্রিটেনের রানি নয়, বসানো হবে কোনও বিজ্ঞানীর মুখ। এর জন্য নাম প্রস্তাব করার আহ্বান জানায় তাঁরা। শর্ত হিসেবে দু’টি বিষয় বলা হয়। প্রথম, তাঁকে বিজ্ঞানী হতে হবে। দ্বিতীয়, ব্রিটেনের বিজ্ঞান সংক্রান্ত গবেষণায় তাঁর উল্লেখযোগ্য ভূমিকা থাকতে হবে।

সোমবার ব্যাঙ্কের তরফে জানানো হয়, এখনও পর্যন্ত ১ লাখ ৭৪ হাজার ১১২ বিজ্ঞানীর নাম প্রস্তাব হিসেবে পাঠানো হয়েছে তাদের। সেই তালিকায় রয়েছে বাঙালি বিজ্ঞানীর নামও। বিশ্বকে উদ্ভিদের প্রাণ চিনিয়ে ছিলেন জগদীশ চন্দ্র বসু। তালিকায় নাম  রয়েছে স্টিফেন হকিং, টেলিফোনের আবিষ্কর্তা অ্যালেকজান্ডার গ্রাহাম বেল, জ্যোতির্বিজ্ঞানী প্যাট্রিক মুরের মতো আরও অনেকেরই।

প্রসঙ্গত, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক হন জগদীশ চন্দ্র বসু। তারপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রকৃতি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। ১৮৮৪ সালে দেশে ফিরে আসেন তিনি। পরে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তবে ১৯১৭ সালে অধ্যাপক পদ ছেড়ে দেন তিনি এবং ১৯১৭ সালে কলকাতায় বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। ভারতীয় বিজ্ঞানী হিসাবে বিশ্বের সেরা বিজ্ঞানীদের একজন হিসাবে স্বীকৃত তিনি।