যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় আরও ১০ পড়ুয়াকে থানায় তলব পুলিশের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টলে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা রাজ্য। এবার এই ঘটনায় আরও ১০ জনকে তলব করলো পুলিশ। বুধবার রাতে কি ঘটেছিল সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেই তাদের তলব করা হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, প্রথম বর্ষের কয়েকজন পড়ুয়া এবং হোস্টেলের আবাসিকদের মিলিয়ে মোট ১০ জনকে থানায় তলব করেছে পুলিশ। তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে। পুলিশে নজরে আরও কয়েকজন রয়েছে। তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, ইতিমধ্যেই এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন প্রাক্তনী সৌরভ চৌধুরী, দ্বিতীয় বর্ষের দুই পড়ুয়া দীপশেখর দত্ত ও মনোতোষ ঘোষ।