Thursday, December 5, 2024
দেশ

উত্তরপ্রদেশে বিজেপির লক্ষ্য ৮০টি আসনের মধ্যে ৮০টিতেই জেতা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা ভোট। ইতিমধ্যেই ভোটে জিততে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে দেশের সবগুলি রাজনৈতিক দল। লোকসভা ভোটে বিজেপির পাখির চোখ গেরুয়া বলয় উত্তরপ্রদেশ। যোগী রাজ্যে বিজেপির টার্গেট রাজ্যের ৮০টি লোকসভা আসনের সবগুলোতে জিতে লোকসভা ভোটে ফের কেন্দ্রের ক্ষমতায় ফেরা।

ইতিমধ্যেই এনডিএ-র সদস্য দলের সংখ্যা ৩৮ ছুঁয়েছে। ভোটের আগে তা আরও বৃদ্ধি পেতে পারে। বিজেপি উত্তরপ্রদেশে তাদের শরিক দলের সংখ্যা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। বিজেপির প্রথম পছন্দ জাট নেতা জয়ন্ত চৌধুরী। রাজ্যের পশ্চিমাঞ্চলে যথেষ্ট প্রভাব রয়েছে জয়ন্ত চৌধুরীর। 

বিজেপি জয়ন্ত চৌধুরীর আরএলডিকে NDA শিবিরে টানতে চাইছে। তার জন্য আরএলডিকে পর্যাপ্ত সম্মান দেওয়ার কথা বলা হয়েছে। উত্তরপ্রদেশের বিজেপি মন্ত্রী কপিলদেও আগরওয়াল বলেছেন, এসপির থেকে বিজেপির সঙ্গে জোট হলে আরএলডির বেশি উপকার হবে।

তিনি আরও বলেন, আরএলডির এনডিএ-তে যোগ দেওয়া উচিত। তাহলে তারা আসন্ন লোকসভা নির্বাচনে আরও বেশি লাভবান হবে। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে থাকায় ৫ টি আসন পেয়েছিল তারা। কিন্তু ২০১৪ ও ২০১৯-এর নির্বাচনে তারা একটিও আসন পায়নি।