নিষেধাজ্ঞা উপেক্ষা করেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামের পুজো
কলকাতা ট্রিবিউন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ক্যাম্পাসে রামনবমীর পুজো হলো। রবিবার সকালে প্রযুক্তি বিভাগের ৩ নম্বর গেটের বাইরে ধুমধাম করে রামের মূর্তি স্থাপন করে পুজো সম্পন্ন হয়। ক্যাম্পাসে উঠে আসে ‘জয় শ্রীরাম’ ও ‘ভারত মাতা কি জয়’ স্লোগান।
সূত্রের খবর, শনিবার রাতেই রামের মূর্তি নিয়ে আসা হয় বিশ্ববিদ্যালয় চত্বরে। পুজোর যাবতীয় আয়োজন আগেই সেরে রেখেছিলেন উদ্যোক্তারা। রবিবার সকালে পুরোহিতের উপস্থিতিতে প্রযুক্তি ভবনের বাইরে পড়ুয়াদের মধ্যেই সম্পন্ন হয় পুজোর্চনা।
ডানপন্থী ছাত্র সংগঠনের অন্যতম সদস্য সৌভিক সাহা জানান, “গত বছর আমাদের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু কিছু বিরোধী সংগঠনের চাপে শেষ মুহূর্তে তা প্রত্যাহার করা হয়। এবারেও স্থায়ী উপাচার্য না থাকায় আমাদের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। তবে আমরা ইন্টিমেশন জমা দিয়ে পুজো করেছি।”
তিনি আরও বলেন, “এসএফআইয়ের এক অনুষ্ঠানে নাকি কোনও অনুমতি ছিল না, তবু তা অনুষ্ঠিত হয়েছে। সেক্ষেত্রে আমরাও আমাদের ধর্মীয় অধিকার প্রয়োগ করেছি। যদি কেউ এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে আমরা আইনি পথে যাব।”
প্রসঙ্গত, গত বছর রামনবমী উপলক্ষে ক্যাম্পাসে পুজোর পরিকল্পনা হলেও, শেষ মুহূর্তে কর্তৃপক্ষ অনুমতি প্রত্যাহার করে নেয়। তখনও বিশ্ববিদ্যালয়ে কোনও স্থায়ী উপাচার্য ছিলেন না। এ বছরও একই পরিস্থিতি থাকলেও, আয়োজনের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাওয়ায় এবং অনুমতির অভাবে প্রতিবন্ধকতা সত্ত্বেও পড়ুয়ারা নিজেদের উদ্যোগে পুজো সম্পন্ন করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে ডানপন্থী ছাত্র সংগঠনের এই পদক্ষেপ ঘিরে ছাত্র রাজনীতির জগতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তবুও এই বছরের রামনবমী উদযাপন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।