যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ আউটপোস্ট, তীব্র আপত্তি বাম-অতিবামপন্থীদের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের তুমুল বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার ক্যাম্পাসে পুলিশ আউটপোস্ট বসানোর পরিকল্পনা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষত বাম ও অতিবামপন্থী ছাত্রছাত্রীদের একাংশ এই উদ্যোগের কড়া বিরোধিতা করছে।
পুলিশের উপস্থিতি নিয়ে আপত্তি কেন?
বাম ছাত্রছাত্রীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সুরক্ষা ব্যবস্থা রয়েছে, যা আরও শক্তিশালী করা যেতে পারে। তবে, ক্যাম্পাসে পুলিশের স্থায়ী উপস্থিতি কেন প্রয়োজন, সেই প্রশ্ন তুলেছেন তারা। এক ছাত্র জানান, “পুলিশ সেফগার্ড দিচ্ছে তৃণমূলের গুণ্ডাদের। তারা যাতে ক্যাম্পাসে থাকতে পারে, সেই জন্যই এই উদ্যোগ।”
বামপন্থী ছাত্রনেতাদের বক্তব্য, ক্যাম্পাসের স্বাধীন ও মুক্ত পরিবেশ বজায় রাখা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বশাসনের অধিকার ক্ষুণ্ন হতে পারে পুলিশের স্থায়ী উপস্থিতিতে। তাই, ক্যাম্পাসে পুলিশ আউটপোস্টের বদলে বিদ্যমান সুরক্ষা ব্যবস্থার উন্নতি দাবি করছেন তারা।
নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ
তবে ক্যাম্পাসে পুলিশ আউটপোস্ট বসানোর পক্ষে একাংশের মতামতও উঠে আসছে। তাদের বক্তব্য, সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি অপ্রীতিকর ঘটনার পর নিরাপত্তা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ক্যাম্পাসে সিসিটিভি এবং পুলিশের উপস্থিতি থাকলে অপরাধ কমবে এবং সাধারণ ছাত্রছাত্রীরা নিরাপদ অনুভব করবে।
লালবাজারের চিঠি এবং বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত
ইতিমধ্যেই লালবাজারের পক্ষ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে ক্যাম্পাসে পুলিশ আউটপোস্ট স্থাপনের জন্য চিঠি পাঠানো হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। প্রশাসনিক স্তরে বিষয়টি নিয়ে আলোচনা চলছে, কিন্তু ছাত্রদের ব্যাপক আপত্তি প্রশাসনকে ভাবনায় ফেলেছে।
ভবিষ্যতের দিশা
ক্যাম্পাসে পুলিশ আউটপোস্ট স্থাপিত হবে কি না, সেই সিদ্ধান্ত এখনো অনিশ্চিত।