Friday, October 11, 2024
কলকাতা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলের বারান্দায় টবেতে গাঁজার চাষ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা বাংলা। এর মধ্যেই পুলিশের কাছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ইতিমধ্যেই হোস্টলে মদ, গাঁজা-সহ নানারকম নেশা করার অভিযোগ উঠেছে। এবার পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। 

পুলিশ জানিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলের এ-১ এবং এ–২ ব্লকে গাঁজার চাষ করা হতো। গ্রেফতার হওয়া পড়ুয়া–প্রাক্তনীর মোবাইলে ছবি পাওয়া গেছে। হোস্টেলের বারান্দায় টবে লাগানো গাঁজা গাছের ছবি পুলিশের হাতে। 

তবে মাদক আইন অনুযায়ী, বাড়িতে গাঁজা গাছ লাগানো নিষিদ্ধ। তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গাঁজা গাছের চাষ কেন?‌ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

লালবাজার সূত্রে খবর, ধৃতদের ফোন থেকে অনেক তথ্যই ডিলিট করে দেওয়া হয়েছিল। ফোনগুলি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট দেখা গেছে, হোস্টেলের বারান্দায় রাখা টবে গাঁজার চাষ করা হয়েছে। গাঁজা চাষের ছবি হাতে পেলেও তথ্য প্রমাণ লোপাট করেছে অভিযুক্তরা। পুলিশ মেইন হোস্টেলে গিয়ে গাঁজা গাছের কোনো হদিশ পায়নি। তবে ফোনে ছবি রয়েছে। জানা গেছে, ক্যাম্পাসে গাঁজার আসর বসতো।