‘চন্দ্রযান ৩’ এর সাফল্যের পর এবার ইসরোর ‘মিশন সূর্য’, সূর্যদেবতার নামে নামকরণ আদিত্য-L1 উপগ্রহের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে পৃথিবীর প্রথম দেশ হিসেবে সফল অবতরণ করেছে ভারতের চন্দ্রযান ৩। এই সাফল্যে উজ্জীবিত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানী- আধিকারিকরা। চাঁদের পর এবার তাদের পরবর্তী মিশন সূর্য।
মিশন সূর্যের জন্য প্রথম মহাকাশ-ভিত্তিক ভারতীয় অবজার্ভেটরি আদিত্য-L1 মহাকাশযানকে প্রস্তুত করা হচ্ছে। এই উপগ্রহটিকে PSLV রকেটে পাঠাবে ইসরো।সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এই রকেটকে সৌর বায়ুমণ্ডল নিয়ে গবেষণার জন্য পাঠানো হবে।
ইসরোর তরফে বলা হয়েছে, আদিত্য-L1 কে সূর্য-পৃথিবীর সিস্টেমের প্রথম Lagrange পয়েন্ট, L1 এর চারপাশে হ্যালো কক্ষপথে রাখা হবে। সূর্যদেবতার নামে নামকরণ করা হয়েছে আদিত্য-L1 উপগ্রহের। আদিত্য-L1 কে বহন করবে ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি রকেট PSLV.
সূর্য মিশনের পাশাপাশি শুক্র গ্রহতেও পাড়ি দেওয়ার পরিকল্পনা রয়েছে ইসরোর। ২০২৪ সালে শুক্রে পাড়ি দেবে ইসরো।