Wednesday, October 9, 2024
দেশ

কুলগামে সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ ১ পুলিশ আধিকারিক, খতম ৩ জঙ্গি

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কুলগামে সন্ত্রাসবাদী ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে সংঘর্ষে শহিদ হলেন এক DSP অফিসার। গুরুতর আহত হয়েছেন আর এক সেনা অফিসার। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে ৯২ বেস হাসপাতালে। এনকাউন্টারে ৩ জঙ্গির মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে রবিবার কুলগামারে তুরিগাম এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা রক্ষীরা। তখনই বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তখনই গুলি লাগে কুলগামের ডেপুটি পুলিশ সুপার অমন কুমারের দেহে।

অভিযানে ৩ জঙ্গিকে খতম করা হয়েছে বলে বাহিনীর তরফে জানানো হয়েছে। নিহত জঙ্গিদের পরিচয় ও তারা কোন সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য তা খতিয়ে দেখা হচ্ছে।