আজ দেশের ১ কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠালো মোদী সরকার
গোরক্ষপুর: দেশের ১২ কোটি কৃষকের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের সূচনা করলেন নরেন্দ্র মোদী। এই প্রকল্পের অধীনে কৃষকরা বছরে ৬০০০ টাকা করে পাবেন। প্রতি বছর তিন কিস্তিতে ২০০০ টাকা করে পাবেন কৃষকরা। আজ, রবিবার এক কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ২,০০০ টাকা পড়েছে বলে জানিয়েছেন কৃষি আধিকারিক।
শুধুমাত্র ২ হেক্টরের কম জমি রয়েছে এমন কৃষকরাই পাবেন কেন্দ্রের এই অনুদান। এই প্রকল্পের আওতায় ৭৫,০০০ কোটি টাকা খরচ করবে সরকার।
PM:Warn those state govts who are looking to play politics with #PMKisan Yojna, if you indulge in this then curse of farmers will destroy your politics.I appeal to farmers, don’t be misled by anyone. ‘Mahamilavti’ logon ke moonh utre huye the Parliament mein jab scheme batayi gyi pic.twitter.com/zIyHCjj3Qb
— ANI UP (@ANINewsUP) 24 February 2019
উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এই প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, যেসব কৃষক ওই প্রকল্পের আওতায় পড়বেন তাদের তালিকা তৈরি করতে বলা হয়েছে বিভিন্ন রাজ্যকে। কিন্তু কিছু রাজ্য তা করেনি। আপনাদের বলছি, এই ধরনের রাজনীতি আপনাদের ধ্বংস করে দেবে।