Saturday, July 27, 2024
দেশ

দেশের প্রথম ভোট দিলেন আইটিবিপি জওয়ানরা

ইটানগর: লোকসভা নির্বাচনের প্রথম ভোট পড়ল অরুণাচলপ্রদেশে। ভোট দিলেন ভারত-তিব্বতসীমান্ত পুলিশ (আইটিবিপি) জওয়ানরা। সার্ভিস ভোটারদের জন্য গোপন পোস্টাল ব্যালটে ভোটে ভোট দিলেন অরুণাচলপ্রদেশের লোহিতপুরে আইটিবিপি জওয়ানরা।

লোহিতপুরে অ্যানিমেল ট্রেনিং স্কুলে প্রথম ভোটদানের ব্যবস্থা করা হয়। ভোটের পরে উত্তরাখণ্ড, গুজরাট, বেঙ্গালুরু, বিহার, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান-সহ দেশের অন্যান্য রাজ্যে ব্যালট পেপার পাঠিয়েছে কমিশন। লোকসভা নির্বাচনে দেশের প্রথম ভোটটি দিলেন আইটিবিপির এটিএস প্রধান ডিআইজি সুধাকর নটরাজন। লোহিতপুরে শনিবার সকালে ভোটগ্রহণ শুরু হয়। অরুণাচলের অন্যান্য জায়গায় আইটিবিপিএস জওয়ানরা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন।

জানা গিয়েছ, এদিন প্রায় ৫০০০ নিরাপত্তা কর্মী ভোট দিয়েছেন। এর মধ্যে আইটিবিপি-র প্রায় ১০০০ সেনা রয়েছেন। এবারের ভোটে নির্বাচন কমিশন সার্ভিস ভোটারদের ভোটদানের ক্ষেত্রে বেশ কিছু নতুন পদক্ষেপ করেছে কমিশন। এনিয়ে সচেতনতা বাড়াতে ইলেকট্রনিক, সোশ্যাল, প্রিন্ট এবং অন্যান্য মাধ্যমে প্রচারও করেছে কমিশন।