Monday, March 17, 2025
রাজ্য​

বিজেপিকে তুষ্ট করতেই পুলিশকর্তা বদলি, কমিশনকে চিঠি মমতার

কলকাতা: শুক্রবার সন্ধ্যায় লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, রাজ্যের ৪ পদস্থ পুলিশকর্তাকে বদলি করা হবে। তাঁদের মধ্যে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাও। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারেননি তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পুলিশ অফিসারদের বদলির বিরোধিতা করে নির্বাচন কমিশনে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। যেখানে স্পষ্টভাষায় বলা রয়েছে যে, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত ‘গুরুতরভাবে উদ্দেশ্যপ্রণোদিত’, ‘পক্ষপাতদুষ্ট’, ‘একতরফা’ এবং “বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য নেওয়া।

চিঠিতে তিনি লেখেন, যেমনভাবে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে, তাতে নিশ্চিতভাবে এই সংশয় সৃষ্টি হয়েছে যে, নির্বাচন কমিশন সংবিধান মেনে কাজ করছে নাকি কেন্দ্রের বিজেপি সরকারকে তোষণ করার জন্য কাজ করছে।

মমতা আরও লেখেন, এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে দিল যে, এটা কি কেবলমাত্র একটি বিশেষ রাজনৈতিক দল এবং তাদের প্রধান নেতাদের অঙ্গুলি হেলনে ঘটল?

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত সম্পর্কে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, কয়েকজন পুলিশ অফিসারের বিরুদ্ধে বিরোধী দলগুলির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। কয়েকজন পুলিশ অফিসার মেট্রো চ্যানেলে মমতার ধর্নামঞ্চেও গিয়েছিলেন, আমরা দেখেছি। এছাড়া, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে বিমানবন্দরে হেনস্তা করা হয়েছে বলে যে ‘কাহিনি’ তৈরি করা হয়েছিল, সেইসময়ও শুল্ক দফতরের কর্তাদের সঙ্গে মিটমাট করার জন্য এই চারজনের মধ্যেই একজন পদস্থ পুলিশ কর্তা গিয়েছিলেন।