Saturday, July 27, 2024
দেশ

শত্রুর ওপর নজরদারি বাড়াতে মহাকাশে সামরিক উপগ্রহ পাঠাবে ভারত

শ্রীহরিকোটা: শত্রুর ওপর নজরদারি বাড়াতে ভারত এমন একটি সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করবে যার মাধ্যমে রাডার, সেন্সরসহ নজরদারির ও গোয়েন্দা তৎপরতার ব্যবহৃত শত্রুপক্ষের সব ধরণের যন্ত্র উপস্থিতি নির্ণয় করা সম্ভব হবে।

১লা এপ্রিল অ্যাডভান্সড ইলেকট্রনিক ইনটেলিজেন্স বা এমিস্যাট উপগ্রহ মহাকাশে পাঠাবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। অত্যাধুনিক সামরিক উপগ্রহসহ একই সঙ্গে ভারতের আন্তর্জাতিক সহযোগীদের আরও ২৮টি উপগ্রহ পাঠানো হবে।

এ সব উপগ্রহ শ্রীহরিকোটায় অবস্থিত সতিশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পাঠানো হবে। পোলার স্যাটেলাইট লাঞ্চ ভেহিকেল বা পিএসএলভি নামের রকেটের মাধ্যমে পাঠানো হবে। আর এর মাধ্যমে ৪৭তম মিশন পরিচালনা করবে ইসরো।

প্রাথমিক উপগ্রহ ৭৪৯ কিলোমিটার ঊর্ধ্বাকাশের কক্ষপথে স্থাপন করা হবে। এরপর ৫০৪ কিলোমিটার ঊর্ধ্বাকাশের কক্ষপথে ক্রেতাদের উপগ্রহগুলো স্থাপন করা হবে। সর্বশেষ পর্যায়ে ৪৮৫ কিলোমিটার ঊর্ধ্বাকাশে মহাকাশে পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য কক্ষপথের গবেষণা মঞ্চ স্থাপন করা হবে।