Saturday, July 27, 2024
দেশ

দেশ থেকে দারিদ্র্য দূর করতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ করব: রাহুল গান্ধী

সুরাটগড়: এবার দেশের দারিদ্র্যের ওপর সার্জিক্যাল স্ট্রাইক করার প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাজস্থানের সুরাটগড়ে এক নির্বাচনী জনসভায় কংগ্রেস সভাপতি বলেন, দেশ থেকে আমরা দারিদ্র্যকে মুছে দেব। এটা একটা ধামাকা! পৃথিবীতে কোনও দেশে এমন পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের দেশে একজনও গরীব মানুষ থাকবেন না।

সুরাটগড়ের সভার একদিন আগে দিল্লিতে কংগ্রেসের কার্যনির্বাহী বৈঠকের পর রাহুল নূন্যতম আয় যোজনা বা ন্যায় প্রকল্পের ঘোষণা করেন। সেখানে তিনি জানান দেশের সবচেয়ে গরিব মানুষের মধ্যে ২০ শতাংশ পরিবারকে মাসে ৬ হাজার টাকা করে বছরে ৭২ হাজার টাকা দেওয়া হবে।

রাহুল গান্ধীর মতে, নতুন এই প্রকল্প কার্যকর হলে দেশের ২৫ কোটি মানুষ দারিদ্র সীমার উপরে উঠে আসবে। এদিন রাহুল বলেন, মোদী যদি বড়লোককে পয়সা দিতে পারেন আমিও গরিবদের অর্থ সাহায্য করতে পারি।

নতুন প্রকল্প সম্পর্কে কংগ্রেসকে আক্রমণ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, এটা কংগ্রেসের মিথ্যাচার। দারিদ্র্য দূর করার নাম করে মিথ্যাচার করে আসছে কংগ্রেস।